এ কেমন ভালবাসা
কোন সে আলোর মায়া ভরিয়ে গেলে হৃদয়ে,
দূর বহু দূর ছড়িয়ে আছে অনুরাগের
জোছনা, যে পবিত্র প্রণয়ের
আশায় জীবন গেছে
ক্ষয়ে, সেই মর্ম
নিয়ে অন্তে
তুমি
এলে, না ধরে রাখতে পারি, না কোনো মুক্তির
পথ দেখি, শুধুই চির দহন নিয়ে বুকে
দিবা নিশি, বাঁচি পুনরায় মরি,
এ কেমন ভালবাসা, যেন
তীর নিজেই করে
ভাঙনের
আমন্ত্রণ, সেই ভাসিয়ে যাওয়ার অভিলাষে -
জীবন করে বারে বারে মৃত্যু বরণ,
এ কেমন হারিয়ে খুঁজে পাওয়া,
উজাড় করে ঝরে যেতে
চায় হৃদয়ের ভরা
কৃষ্ণ চূড়া,
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন