কুহেলি ভরা পথে আছে কত যে অজানা মোড়,
সঠিক ঠিকানা না হলে জীবন যায় মুড়ে
কোন রহস্যময়ী অঞ্চলে, বলা কি
যায়, থমকে দাঁড়িয়ে যেতে
না যেতে ঘিরে আসে
আবছা ঘন
তমস,
নিজের লুপ্ত ছায়া খুঁজে দেহের পরশ, অথচ -
শরীর নিষ্প্রাণ পড়ে রয় ধরাতলে,
তার প্রেমের দংশনে আছে
এক বিচিত্র মধুরতা,
কন্ঠে ভেসে
ওঠে
নীল রঙ্গী দাগ, হৃদয় হয় উঠে মৃত্যুঞ্জয়, ধরে
রাখতে চায় ত্রিভুবনের মায়া নিঃশ্বাসের
বাঁধনে, আকাশ পথে ধেয়ে যায়
ভাবনা কাঁধে লয়ে তার
প্রণয়ী সতীত্ব
শরীর,
কোনো বাধা প্রতিরোধ থামাতে পারে না ওই
প্রলয়ংকারী রূপ, বিধ্বংসের আতঙ্কে
শিহরিত যেন বিস্তীর্ণ অন্তরিক্ষ,
পৃথিবী ও মহা জলধি,
দুই আত্মা তখন
মিলনের
পথে
গাহে অমরত্বের গান, করে যৌথ অগ্নিস্নান - - -
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন