বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২

প্রায়শ্চিতের পথ

সম্মুখীন আছে গুপ্ত, পরিত্রাণের সিংহ দ্বার !
অকিঞ্চন মন খুঁজে বেড়ায় চার দিকে 
ক্ষিপ্ত হৃদয়ে অপর পার, এখানেই 
বসতি করে স্বর্গ নরকের 
নাগরিক, সব কিছু 
পূর্ব সিদ্ধান্তের 
অধীনস্থ,
গ্রহ নক্ষত্র, গণনার ছক পার করা কি এতই 
সহজ, ওই রাঙা হাতের ছাপ আছে 
অঙ্কিত, কালের গায়ে চির -
স্থায়ী, দেহের চমক 
সাময়িক মাত্র,
কখন যে
যাবে ধুয়ে কে জানে, আরশির মৌন ভাষা -
বিষ ডুবো তীর, ব্যথিত করে যাবে 
অন্তর্মনের পলকা ধরাতল, 
তখন জীবন খুঁজবে 
অদৃশ্য শাপের
উদ্গম,
প্রায়শ্চিতের পথ, দীনহীন মানুষের নেত্র বিন্দু,
রাঙা হাতের মূল স্থান - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
sunset-wave art by O'Leary

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন