শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২

প্রচ্ছায়ার দেশ


সেই নিথর রাতের অলস সন্ধিক্ষণে, নিঃশ্বাসের 
বিনিময়ে, জীবন খুঁজে পেয়েছিল অমূল্য, 
রঙ্গীন শুক্তির খোল, গাঢ় আঁধারে 
তার প্রণয় বিন্দু, হতে চেয়ে 
ছিল শাশ্বত মুক্তোর
শ্বেতাভ রশ্মি,
তাই 
ভাবনার ঢেউ নিয়ে হৃদয় এগিয়ে ছিল বহুদূর !
মৃন্ময় দেহের বাহিরে ছিল বোধ হয় সেই 
অভিলাষ, কোথায় যেন আবেগের 
আকুল তরঙ, ছুঁতে পারি নি 
ক্ষয়িত কিনারা, ফিরে 
এসেছিল উদাস, 
মাঝ 
প্রবাহে বারংবার, মাটির প্রদীপ সেই রাতে - 
নিভে গিয়েছিল বিহানের অনেক আগে,
ভীরু স্পন্দন চেয়ে ছিল বলতে 
ব্যথিত মনের মর্ম, কিছু 
অপ্রকাশিত জীবনের 
আবছা পৃষ্ঠ !
তার 
পরাস্ত মনোভাব দেখে জোছনা ফিরে গিয়েছিল  
অজানা কোন প্রচ্ছায়ার দেশে - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

painting by Anne Marie Spears

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন