শনিবার, ৪ আগস্ট, ২০১২


ভাঙা ডানার জগত - - 

ঠিক ছায়ার মত এত কাছে এসে দিয়ে গেছো 
নিঃশব্দ আঘাত, কড়া নাড়ার শব্দে ছিল
চাপা ক্রন্দন, দ্বার খোলার আগেই 
রেখে গেছ বুঝি অশ্রু ভিজা 
গোলাপ, শিশির ঝরার 
পূর্বে যেন ঝরে 
গেছে 
স্বপ্নের বীথিকা, রাত উদাস দাঁড়িয়ে রইলো,
দিগন্ত পারে নিয়ে হাতে আরশির ভাঙন,
জীবনের অপূর্ণ পরিচ্ছেদ, ওই অর্ধ 
নিবন্ত অনল পথে হেঁটে গেছে,
ভালবাসা নগ্ন পায়ে, 
একাকী বহুদূর,
বুকে 
বিঁধিয়ে, বিষ বাণের ভাঙা ডগা, কিছু মৌন
গোঙানি, কিছু আঁধারের সাথী, ক এক 
কণা জোনাকির আলো, নয়ন 
কোণের তৃষিত শ্রাবণ, 
কিছু রঙিন 
স্পর্শ,
আর প্রজাপতির গরূৎ চিরকুট - - - 

- শান্তনু সান্যাল 
painting by Martin Johnson Heade 
http://sanyalsplanet.blogspot.in/




  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন