রবিবার, ৫ আগস্ট, ২০১২


মহাপ্লাবনের রাত্রি 

নির্জিত মেহেদী পাতার ছিল না কোনই দোষ,
হাতের রেখা ধরে রাখতে পারিনি বোধ 
হয় রঙের স্থায়িত্ব, প্রথম বৃষ্টি তে 
ধুয়ে মুছে গেছে প্রেমাকৃতি, 
মৌন নকশার ভাষা 
বুঝে উঠি নি 
হৃদয়,
অনেক দূর যখন ভেসে গেছে বৃষ্টি বহুল মেঘ,
বসুধার ফাটল ভরা বুকে তখন, ত্রাহি 
ত্রাহি ! অঙ্কুরিত আবেগ গেছে 
শুকিয়ে ক্রমশঃ, অনেক 
সময় অনেক কিছু 
ঘটে যায়,
জীবন কিন্তু থামে কোথায়, হিসেব নিকাশের 
খাতায় মহাশূন্যের ছাড়া কিছুই ছিল না,
যদিও দিবা নিশি, প্রতিপলের 
গণনা করে গেছে মনের 
চিত্রগুপ্ত, সেই 
মহাপ্লাবনের রাত্রি, সবাই যখন সরেখ দাঁড়ায়ে,
খুলে ছিল অদৃশ্য হাতে নিয়তির পুঁথি,
সমস্ত পৃষ্ট তখন রিক্ত, অনুজ্বল 
করতলে খুঁজে পাই নি 
ভূত, বর্তমান 
ভবিষ্যত !
প্রণয়ী মেহেদির দাগ তখন আবছা - -  বিলুপ্ত,
সব কিছু  - - - 

- শান্তনু সান্যাল  


Moonlit Night - Iván Aivazovski
http://sanyalsplanet.blogspot.in/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন