প্রাণপ্রতিষ্ঠা
নীরব সমর্পণের আবেগ, সাগরের
উন্মুক্ত বক্ষে ছিল জোছনার
ক্ষিপ্ত আবাহন, বাধা
দিতে পারি নি
নীলাকাশ,
তাই
পার্থিব দেহ পড়ে রইলো দেউল চত্বরে, উড়ে
গেছে অনশ্বর প্রণয় চিরন্তন পথে,
সুদুর জ্যোতি পুঞ্জে মিলে
মিশে সে যেন
একাকার,
এক
অদ্ভুত গন্ধে অন্তর্মনের আঙ্গিনা তখন গন্ধময়,
খুলে গেছে নিজে নিজেই বন্ধ কপাট,
চার দিকে চিরন্তন শান্তির
আভাস, শুন্য অন্তর -
গৃহে তখন
শাশ্বত উপাসনার উদ্বোধন, নিরাকার সত্তার -
প্রাণপ্রতিষ্ঠা, নিখিল ভুবনে, নির্মল -
নিঃস্বার্থ ভাবনার উদয়,
সঘন তমস পথে
আলোর
আগমন, অভিশপ্ত ভাবনার পুনরূত্থান - - - - -
- শান্তনু সান্যাল
Thai Lotus Painting using Rising Gold Painthttp://sanyalsplanet.blogspot.in/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন