বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২


জং ধরা বাঁধন 

সম্ভবতঃ তার মোহভঙ্গের পূর্বে ছিল আমার 
মূল্য অনেক বেশি, হাড় মাংসের বাহির,
এক শাণ পাথর, যার স্পর্শে জেগে 
উঠে হারানো চমক, তাই খুব
সুন্দর ভাবে সে করেছে 
ব্যবহার, পরে 
ডিঙিয়ে গেছে নিঃশব্দ, দুয়ার হতে পেরিয়ে 
জোছনা ভরা মাঠে, পুকুর পারে, ওই - -
নিরিবিলি কুঞ্জগলির ধারে, হয় 
ত স্বপ্নের কল্প তরু ছিল 
হাত বাড়ায়ে, জানি 
বিস্ময় বলে 
কিছু নয়, সম্পূর্ণ জীবনের অনুবন্ধ শুধুই -
শব্দগত, মৌখিক প্রতিশ্রুতি, মৌন
স্বীকারোক্তি, অগ্নি নিভার 
পরে আঁধার ছাড়া 
কেউ ছিল না 
সাক্ষী, 
তাই আর কৈফিয়ত চাইতে পারি নি, সহজ 
ভাবে মেনে নিয়েছি নিয়তির বিচার,
একাকী আগমন, নিঃসঙ্গ ফিরে 
যাওয়া, এই অন্তরালে 
কোথায় যেন 
একান্তে 
পড়ে রইলো জং ধরা তোমার ভালবাসা, অন্য 
কোনো দিন, হয় ত ভাববে জীবন - - 

- শান্তনু সান্যাল 

painting by sharon marston
http://sanyalsplanet.blogspot.in/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন