বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২


বন্ধনমুক্ত 

আনত বৃন্তের নীহার বিন্দু সম তার ভালবাসা,
জড়িয়ে রইলো সারা রাত হৃদয় অঞ্চলে,
নিশিপুষ্পের আকুল ভাবনা, খুলতে
পারি নি, সুগন্ধের লাজুক 
আবর্ত, অবশেষে 
শিথিল 
জোছনা হারিয়ে গেছে অরণ্য পথে, বলতে চেয়ে
ছিল মন অনেক কিছু, কথা গুলো যেন 
বর্ষা ঋতুর শেষ পর্যায়ের, কৃশতনু 
মেঘ, উড়ে গেছে উন্মুক্ত 
নভের শুন্য প্রান্তে, 
তার নয়নের 
কবিতা 
ছিল ছন্দবিহীন,অলৌকিক ভাসমান, রহস্যময় !
যাকে শুধু অনুভব করা যায়, লিপি মুক্ত,
জন্মগত স্বচ্ছন্দ, বাঁধনহীন - - - 

- শান্তনু সান্যাল   
painting by Alfred Ng 
http://sanyalsplanet.blogspot.in/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন