দাঁড়িয়ে আছো কি এখনো, কবে যে জাফরানী সন্ধ্যা
গেছে হারিয়ে রসাঞ্জন আঁধারে, বুড়ো অশ্বত্থ
গাছের কলরব গেছে থেমে অনেক
আগে, সুদুর বনাঞ্চলে কি
আজ ও ছড়িয়ে রয়
বন্য কুসুমের
সুরভি !
কিংবা বুনো তুলসীর ঝোপে খুঁজে মন, এক মুঠো -
জোছনা, সেই পুরাতন শিব মন্দিরের
চত্বরে আজ ও কি জ্বলে যাও
নিভু নিভু সান্ধ্য দীপ,
চেয়ে থাক উদাস
চোখে উন্মুক্ত
আকাশ,
বসে থাকো একাকী নিয়ে বুকে বিলীন স্বপ্নের স্পর্শ,
অথবা শুন্য আনত নয়নে, লিখে যাও বিস্মৃত
পদাবলী, অরণ্য নদীর সিক্ত বালু চরে,
তুমি কি এখনো সজল ভাবনার
সাথে খেলো আত্মঘাতক
খেলা, হৃদয় প্রান্তরে
এঁকে যাও
রক্ত ঝরিত চিত্রাঙ্কন, বুকে জড়িয়ে আছো উধ্বস্ত
প্রণয়ের মেলা - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন