অশমিত অভিলাষ; জেগে রয় তার হৃদয় স্পন্দনে,
নিঃশ্বাসের স্বরলিপি; নিয়ে যেতে চায় সুদুর
স্বপ্নীল জগতে, চোখের সেই আবেগী
হাসির মাঝে; লুকিয়ে থাকে
মৌন প্রণয়ের শাব্দিক
ধাঁধা, জীবন
একটানা
খুঁজে বেড়ায় সেই রহস্যের সুত্র, বিচ্ছিন্ন ভাবনার
বর্ণমালা, রাত্রি যেন বিকরাল সরীসৃপ,
লতিয়ে চলেছে গায়ে চন্দ্রপ্রভার
প্রলেপ, মেঘের লুকোচুরি
ঘনিয়ে আনে অধিক
রোমাঞ্চ, ছুঁতে
চায় মন
তার মায়াবী রূপ, বেঁধে রাখতে চায় জীবন তার
উন্মুক্ত ভালবাসা অন্তরতমের পিঞ্জরে,
অপ্রত্যাশিত ভাবে শেষ প্রহরে
বৃষ্টির দাপট, বুকের মাঝে
অদৃশ্য দহন, যায়
সহসা বাড়িয়ে,
মুহুর্তগুলো যেন হটাত হয় উঠে জীবন্ত আলেয়া,
সংযুক্ত অক্ষরে তখন দেহ ও প্রাণের
ভাষা - -
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন