বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১২

সন্ধি রেখার বাস্তবিকতা - -

ফিরে চেয়েছি বহু বার সেই সজল আঁখির দিকে,
সে যেন বুকে থামিয়ে রেখেছিল আসন্ন 
ঘূর্ণিঝড়, সঘন মেঘের স্তর প্রতি 
স্তরে নিবিড় অন্ধকার !
চাপা বিস্ফোরণ,
নিঃশব্দ 
ভাঙন, জমাট অশ্রুবিন্দু, অর্ধ নিবন্ত বিবর্ণ -
অঙ্গার, তার অধীনস্থ আমার অস্তিত্ব 
ছিল এত দিন, ঝিনুকের বুকে 
মুক্তার নিশানদিহি, 
অভিলাষের 
কেলাসন, 
দুর্লভ প্রতিভাস, সহসা মোহ ভঙের কারণ 
খুঁজে পাই নি হৃদয়, তার অপরিচিত 
ভাবে চাওয়া, বুঝিয়ে দিয়েছে 
কাচের দ্বিখণ্ডিত টুকরো 
এবং অদৃশ্য সন্ধি
রেখার 
বাস্তবিকতা ! সিঁড়ির অন্তিম ধাপে শুনেছি 
স্পষ্ট ভাবে, তার অট্টহাসির সঙ্গে 
স্খলিত মায়াবী মুখোশ, 
সদর দরজার 
বাইরে 
তখন, অনাহূত অসময়ের বৃষ্টির হুঙ্কার ! 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
vase on last step 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন