কুড়িয়ে যদি আনতে পারো কিছু শিশির কণা,
যে শেষ প্রহরে গেছে ঝরে, ঠিক চোখের
পাতার তলে, ধরে আছি আজ ও
অরিত্র কম্পিত হাতে, জানি
নিভে গেছে তীরের
ভাসন্ত আলো,
তবু যেন
মনে হয় ভীষণ ভাবে, এখনো আবছা এঁদো -
গলির আশেপাশে জেগে আছে কিছু
নীল আলেয়া, উড়ে চলেছে
জোনাকির ঝাঁক,
নিঃশ্বাসের
স্পর্শ !
ছুঁয়ে যায় অন্তরে কার দেহের গন্ধ, কিসের
মর্মরধ্বনি ভরে জীবনে এক মধুর
আতঙ্ক, দাঁড়িয়ে রয় জীবন
একাকী কুয়াশাচ্ছন্ন
বিহানের পথ
চেয়ে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Christopher Martin
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন