সোমবার, ১ মে, ২০২৩

শব্দহীনতা - -

বিহান ও সাঁঝের মাঝে বহে গেছে এক
জীবন ধারা, এখন শব্দহীনতার
সাথে কথা বলে অন্ধকার,
প্রস্রব মর্মঘাতে
রেখে
চলেছে রাত্রি আলতো হাতের সজল
তুলো, মৌন উড়াল সেতুর
নিচে, শীত কাতর
স্বপ্নগুলি
খুঁজে অজ্ঞাত বুকের পান্থশালা, এক
জামিনদার কি সকালের
প্রতিনিধি চায়
কিছু
মূল্যবান বিনিময়, বন্ধকের সামগ্রী !
দিগন্তের অদৃশ্য আলোর জন্যে
জীবন করে যেতে চায়
ফাঁকা কাগজে
কম্পিত
হাতের এলোমেলো স্বাক্ষর, দেহের
মৃত্যুর পরে প্রাণের পলায়ন,
যতই জড়িয়ে যেতে
চায় হৃদয়
তার
প্রণয়ের পুষ্পাঙ্কিত শাল, ততই সরে
যায় সুদূরে পলাতক অনুরাগী
কুটুম্বিতা, জামিন
দিতে কেউ
দেখি
আর এগিয়ে আসে না, জীবন শুধুই
এক মূল্যহীন ছায়া হারিয়ে
যায় শুন্যের গভীরে,
* *
- শান্তনু সান্যাল




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন