Sunday, 6 November 2016

শ্রাবণের শেষ বৃষ্টি - -

অনেক সময়ে দেহের খাঁচা হটাৎ যেন মনে
 হয় এক ফাঁপা প্রাসাদ, নিঃশ্বাসের
 ঝাড়বাতি নিভু নিভু, আর
 স্মৃতিরা করে যায়
 অট্টহাস, ওই
 বিবর্ণ
 দেয়ালের গায়ে সারা রাত জীবন করে যায়
 ছায়া নৃত্য, তবুও জানি না কেন, হৃদয়ে
 জেগে রয় সকালের কচি আলো,
 কিংবা তোমার নিঃশর্ত
 ভালোবাসা, অথবা
 বেঁচে থাকার
 স্পৃহা।
আসলে, অভিলাষের ফর্দ খুবই দীর্ঘ ! তাই -
আঙ্গুল ধরতে গিয়ে দেখি কনুই যেন
প্রলুব্ধ করে যায় সাঙ্ঘাতিক
ভাবে, আর দেহ তখন
সদ্য  বিস্ফোরিত
আগ্নেয়গিরি,
ধরে
রাখতে চায় বুকের মাঝে শ্রাবণের শেষ বৃষ্টি।

* *
- শান্তনু সান্যাল  


   

  

No comments:

Post a Comment