প্রণয় পরিধি
নেহ অথবা স্পৃহ যাই বল , অভিধানটা কোনোদিনই পূর্ণ হয় কি, মনের অথৈ গভীরতার
উপসংহার চিরদিনই অপূর্ণ, সুতরাং
যথারীতি ভালোবেসে গেলাম,
তার চাহনির অর্থ যা ও
ছিল অন্তঃকরণে
প্রতি বার
সে রেখে গেছে তুহিন ভেজা অনুভূতি, তার
আসা যাওয়ার অন্তরালে লুকিয়ে থাকে
রহস্যময় আলোর দপদপানি,
কখনো আচমকা
আবেগ
আবার অনেক সময় ঝিকিমিকি জোনাকির
সদৃশ আবেশ, সঠিক বলতে কিছুই
নয়, সে যেন ভরা রোদের
বৃষ্টি, এক দিক থেকে
আসে অন্য দিকে
ভিজিয়ে
চলে যায় পথের পাহাড়, উপত্যকা, মরুভূমি,
অকস্মাত সব কিছু উলট পালট,
পূর্বাভাস বলে এখানে
কিছু নাই
তার
প্রণয়ের পরিধি রেখায় জীবন ঘুরে অবিরাম.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন