সোমবার, ৯ এপ্রিল, ২০১২


রঙ্গীন খড়ি 

প্রতিশ্রুতির টানে দেখো ফিরে এলাম, এখন ও 
ঘুমন্ত চোখের কি ঘোর কাটে নি, অলিন্দ 
ছুঁয়ে আছে এক ফালি কচি রোদ্দুর,
চেয়ে আছে আধ খোলা 
গোলাপের পাপড়ি,
কাঁটার উপরে 
এক ফোঁটা নিহার কণা, কিশলয় পাতার ওই 
সবুজ প্রতিফলন, রাতের ছোঁ কিন্তু 
ধরে রাখতে পারি নি সিক্ত 
অন্তর্মন, ভাবনারা 
জোনাকি, তাই 
আঙ্গুলের ফাঁক হতে উড়ে গেছে স্বপ্নের পিছনে,
আস্ত এক জ্যান্ত সকাল আবার দাঁড়ায়ে,
নিয়ে জীবনের অসমাধিত এক 
নতুন সমীকরণ,পুনরায় 
হাঁটা বুকে নিয়ে 
অজ্ঞাত 
যেন এক সংবেদন, ঠিক শিশুর লাজুক হাতের 
স্লেটের উপরে লেখা ভুল বানান, মুছে 
আবার ভালো করে লেখা, রঙ্গীন 
খড়ির ডগায় লুকিয়ে আছে 
সৃজনের বর্ণমালা, 
ভাঙলে ও 
লিখন থামে না, সূর্য্য উঠে চলেছে তপ্ত শুন্যে  - - 

- শান্তনু সান্যাল
sun rise - Artist Adrian Turner


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন