শুক্রবার, ৬ জুলাই, ২০১২


কিঞ্চিত ভালবাসা 

সামনে থেকে সে গেছে চলে, কিঞ্চিৎ নবজাতক 
চাহনি দিয়ে, কিসের সংকোচ ছিল তার 
মনে, হয় ত সেই জানে, ওই এক 
নজরে কত যে সুরভিত 
অতীত হয় উঠলো 
জীবন্ত সে কি 
তা জানে, 
তার চোখের তিলে পৃথিবী আকাশ কোথায় - -
যেন মিলে, ওই মিলন বিন্দুর মাঝে 
কত কাহিনী আছে লুকায়ে,
কত সন্ধ্যার সোঁদালি 
গন্ধ, কত রাতের 
চন্দনময় 
সুবাস,
এতই সোজা পাস কেটে যাওয়া, তির্যক চোখে 
ফিরে চাওয়া, বলে যায় তার হৃদয়ের 
মন্থিত আবেগ হারিয়ে যায় নি 
এখনো - - 

- শান্তনু সান্যাল 


Oil Painting by Kathy O'Leary
http://sanyalsplanet.blogspot.com/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন