শুক্রবার, ৬ জুলাই, ২০১২

মৌন ভঙ্গের পরে - -

যে ভাবে চুপচাপ বসে আছো সম্মুখে, হয় ত 
কিছু ক্ষণে প্রাণ যাবে হারিয়ে, সিক্ত 
অধরে থেমে আছে আগত ঝড়
অপ্রত্যাশিত, নয়ন কোণে
অশনি সংকেত, যেন 
রাত যাবে ভেসে 
অজানা মহা 
প্লাবনে, 
কিছু ত বল, ঘিরে আসছে জবজবে আঁধার,
বুকে লয়ে স্বপ্ন হাজার, এই নীরবতার 
ভিতরে পারদর্শিত, নিশি পুষ্পের 
গন্ধে জড়ানো ভালবাসা 
চায় চলকে যেতে,
নিরুদ্ধ 
ভাবনার শিশু দৌড়িয়ে ভিজতে চায় যেন 
উন্মুক্ত সবুজ বৃষ্টিময় মাঠে - - 

- শান্তনু সান্যাল  
Indian monsoon
http://sanyalsplanet.blogspot.com/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন