শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৩

মরুমায়া - -


সে কোন এক মরুমায়া মাঝে মাঝে 
অত্যন্ত কাছে, কখনো বহু -
দুরে ডাক দিয়ে যায় 
ছলনাময়ী 
সুরে, 
কোন অন্ধ কুঠুরির সে লুকানো - -
অভিলাষা, থেমে থেমে 
খুলে যায় গিঁট
বাঁধানো 
আলো, বেঁধে রাখতে চায় আমার -
অবগতি, সে জানি না কি 
যা খুঁজে মধ্য রাতের 
নীরবতা ভেঙে 
অন্তর 
তলে, দেহের পুরাকালীন অবশিষ্টে 
এক শব্দহীন অনুভূতির 
ছাড়া কিছুই নেই,
সে কোন 
তৃষা 
নিয়ে দগ্ধ বুকে চেয়ে রয় শ্রাবণের 
শেষ প্রান্তে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
emotional beauty 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন