শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৩

অন্তিম ইচ্ছা - -

ওই গভীর আর্তনাদের প্রতিধ্বনির -
আয়ু ছিল খুবই অল্প, ফিরে 
এসেছে শহর পেরিয়ে 
নিকটস্থ ভগ্ন 
মঠের 
গা ছুঁয়ে, পথের সমস্ত গ্রাম গঞ্জ তখন 
প্রগাঢ় ঘুমে লিপ্ত, কেউ কি জানে 
ওই শেষ প্রহরে ঝরে 
যাওয়া সিক্ত -
ফুলের 
বেদনা, বায়ুমণ্ডলে শুধুই ভাসে কিছু 
ফেকাসে গন্ধের মাঝে ব্যথিত 
ভাবনা, আসলে সবাই 
নিজের মধ্যে 
সীমিত,
কত কি ঘটে যায় আশেপাশে কত -
জনের মনে থাকে, জীবনের 
নিজের আছে বাধ্য -
বাধকতা !
তবুও 
একান্তে মানুষ কখনো যদি ভাবে !
ওই হারানো করুণ ডাকে 
কোথায় যেন ছিল 
নিজস্ব 
এক অদৃশ্য প্রতিফলন বেঁচে থাকার 
অন্তিম ইচ্ছা, যেখানে সব 
ধর্ম অধর্মের সংজ্ঞা 
অর্থহীন - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
artist  Kathy Los-Rathburn


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন