রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৩

সাধ - -

দিবা নিশির ওই মিলন বিন্দুর তীরে 
বসে রয় মম ধুসর ভাবনা, 
অনন্ত অপেক্ষা নিয়ে 
বুকে, হয় ত
কোনো 
এক দিন, তার প্রণয়ের প্রতিফলনে 
জাগবে, কিছু মিহি রঞ্জকের 
অপরূপ রঙ, কিছু 
সিক্ত পরশ 
ছুঁয়ে 
যাবে মরুভূমির আকাশ, পুনরায় - - 
হয় ত জেগে উঠবে ফণী -
মনসার চারা, তাই 
উন্মুক্ত বক্ষে 
চেয়ে 
রয় জীবন সেই চোখের অস্থির শিশির 
কণা - - 
* * 
- শান্তনু সান্যাল 
art - desert-flowers- by gina-femrite

http://sanyalsplanet.blogspot.com/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন