মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৩

মেঘের দ্রোহ - -

সে কোন অগ্নিবৃষ্টির দহন, নিবিষ্ট করে 
দেহে, জীবন করে প্রতীক্ষা মেঘের 
আকস্মিক বিস্ফোরণ,
আকাশ তখন 
অচেনা !
প্রতিশ্রুতির আবেদন ফিরিয়ে রেখে - -
যায় ক একটা সজল বিন্দু 
ঠিক জানালার 
ভাঙা 
কাচের ফাটলে, অপর পারে ফিকা নীল 
আলোয় মন খুঁজে বিগত বর্ষা -
মুখর রাতের জোনাকির 
খামখেয়ালী, 
আরশির 
বুকে বারে বারে নিজের প্রতিচ্ছবির - -
অশেষ সন্ধান, ক্রমশঃ নিস্তেজ 
নিষ্প্রভ হয়ে যাওয়া 
নিশীথের 
ওই মায়াবী গহিন আঁধারে - - - - - - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
artist - Christine MacLellan

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন