রবিবার, ১০ মার্চ, ২০১৩

জনশূন্য পথে - -

মেঘ কথা রেখেছিল, উজাড় করে নিজেকে 
ঝরিয়ে গেছে রাত্রি নামার আগে, সেই 
জনশূন্য পথে, আধ ভেজা দেহে 
প্রণয়ী মনের একাকী হাঁটা, 
আশে পাশের সব 
ভাবনার 
মীনা 
বাজার তখন উঠে গেছে, নিস্তব্ধ পৃথিবী - 
চেয়ে আছে আকাশের দিকে, এক 
অপ্রত্যাশিত আতঙ্ক নিয়ে 
বুকে, এ কেমন 
অনিবার 
ভাবে 
ঝরে যাওয়া, মনের একগুঁয়েমি, কিন্তু - -
কোনো ভাবেই থামে নি, অবিরাম
সে এক যাত্রা, রাস্তার আলো 
ক্রমশঃ ঝিমিয়ে চলেছে,
পথের দুই ধারে 
ছড়ানো 
পতঙ্গের পাখা শুধুই দৃশ্যমান, দেহ ও -
প্রাণের হদিস তখন খুঁজে পাওয়া 
কঠিন, কোন অগোচর 
গন্তব্যের অভিমুখে 
জীবন এক 
লয়ে 
অগ্রসর, অন্তিম প্রহরে সেই আলোকিত 
দোরগোড়ায়, জীবন শিহরিত 
দাঁড়ানো, হাতে কিছু সিক্ত
নিশিগন্ধার লাজুক 
বৃন্ত, হৃদয়ে 
সুপ্ত 
অব্যক্ত ভালবাসা, কড়া নাড়ার সঙ্গে - - 
দরজার অপর পারে, স্বপ্নীল কাচের 
ফুলদানির অকস্মাত ভেঙে 
যাওয়া, নিঃশব্দ পায়ে 
তখন নেমে -
চলেছে 
জীবন, তেতলা থেকে একতলার ওই 
চিরপরিচিত শেওলা ভরা পথে,
ঝিরঝির বৃষ্টি তখন 
ঝরে চলেছে 
একটানা !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
alone in the rain - - 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন