তুমি আজ ও যথারীতি চন্দ্রপ্রভা ফুল,
Painting by Francine Henderson
http://sanyalsplanet.blogspot.com/
নির্মেঘ অন্তঃকরণে ফুটে আছো,
আমি আজ ও পরিযায়ী
পাখি খুঁজে বেড়াই
সুবাসিত
নীড়, তোমার ওই চির স্থায়িত্ব, সমস্ত
মুক্তির পথ করে যায় সহজে -
অবরুদ্ধ, সুদুর সীমান্ত
হতে ফিরে আসে
জীবন বারে
বারে,
তুমি আজ ও অপরাজিতা, গুরুতর -
ভাবে করে যাও একছত্র রাজত্ব,
হৃদয় তন্তুর জলতরঙ্গে,
লিখে যাও অনন্ত
প্রণয়ের
স্বরলিপি, আমি আজ ও রহস্যময় - -
শত শত শিখার, এক অদৃশ্য
প্রদীপ ! জ্বলে রই
তোমার
বুকের মাঝে, চির দেদীপ্যমান ভাবে,
* *
- শান্তনু সান্যাল
Painting by Francine Henderson
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন