মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৩

অন্তরতম - - ছোঁয়া - -

খাম দেখে সে না কি অন্তর্বস্তু বুঝতে পারে,
ওই কথনে কত ছিল মনোবিজ্ঞান 
কিংবা অগভীর জলের -
সাঁতার, বলা 
মুশকিল, 
কিন্তু তার কথার গহিনে ছিল অদৃশ্য - - -
অনুপ্রেরণা ! তাই সে দিন থেকে 
আমি নিজে কে গোছাতে 
শুরু করলাম, কিছু 
বহিরাগত 
দামী 
আতর, কিছু ছদ্ম আবরণ, আর সুবাসিত -
সংলাপ, যাকে বলে মিথ্যে সোহাগ !
ক্রমশঃ দেখি সে অনেকই 
কাছে চলে এসেছে,
ঠিক অজানা 
প্রেরকের 
বিনা ঠিকানা চিঠি, খুলে দেখার আগের - -
কৌতুহল, অথবা অপ্রত্যাশিত ভয়ের
কম্পন, সব মিলিয়ে সংবেশিত 
অবস্থা, যেখানে মানুষ 
এক মধুর স্বপ্নে 
সংজ্ঞাহীন 
হয়ে উঠে, অতীত, বর্তমান, ভবিষ্যত সেই 
মুহুর্তে নগণ্য মনে হয়, তখন শুধুই 
চোখের সামনে আকর্ষক 
রঙ্গীন খামের 
রহস্য 
ভেসে রয়, কিন্তু খুলতেই জানা যায় - - - - 
বাস্তবিকতা ও কৃত্রিমের পার্থক্য, 
আমার চেহারা ও ভিন্ন 
কোথায়, আমি ও 
ত এই গ্রহের 
বাসিন্দা,
রূপ রঙ্গ দেখে সহজ কোথায় অন্তরতম - -
ছোঁয়া - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
reflection 3

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন