Friday, 8 March 2013

উপায় বা কি আছে - -

ওই দিবা নিশির মিলন বিন্দুর আবছা আলোয়,
দেখেছি বহু বার হে জীবন ! তোমার 
বহু রূপ রঙ্গ, কখনো প্রকাশিত 
সত্যের মাঝে কখনো 
গোপন মিথ্যা 
ভিতরে,
উলঙ্গ বাস্তবিকতার অন্দর মহলে কভু ছদ্ম - - 
আবরণের আড়ালে, দেখেছি জীবন 
তোমার নত মাথায় হেঁটে 
যাওয়া ওই ঘিঞ্জি 
গলি হতে 
সাবেকী পাড়ার পথে, আভিজাতিক দম্ভ নিয়ে -
বুকে, জেনেছি বহু বার হে জীবন !
তোমার চোখের অবহেলনার 
ভাষা, দেখে ও না দেখার 
ভান করা, নিঃশব্দ 
পাশ কেটে 
যাওয়া, 
বুঝেছি বহু বার হে জীবন ! অকস্মাৎ ভাবে 
তোমার হৃদয়ে প্রেমের গাঁজন ওঠা,
ক্ষণিক কি স্থায়ী বোঝার 
আগেই সদর 
দরজা
হতে মিথ্যে হাসির সাথে, বিদায় বলা, তবুও 
রেখেছি হে জীবন তোমায় নিঃশ্বাসে
জড়িয়ে, এছাড়া উপায় বা 
কি আছে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by Theo Dapore 3.jpg

No comments:

Post a Comment