দমকা হাওয়ার সাথে অনাহূত বৃষ্টির রূপে
কখনো, কোনো দিন, দেখা হবার
প্রতিশ্রুতি দিয়ে সে নিখোঁজ,
রেখে গেছে, কিছু
মেঘের গুড়ো
ঈশান মুখী জানালার কাচে, তাই প্রতি -
সন্ধ্যার বিষন্ন পলে, খুঁজে মন -
তার বিবর্ণ ঠিকানা,
মেঘের হয় ত
নিজের
আছে পুর্বিতা - সূচি, জানি না, কখন যে
অপ্রত্যাশিত বর্ষণ ঝরে যাবে দগ্ধ
বুকের উপরে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Artist Jules Cozine
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন