মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

ধীর দহনের উত্স - -

নীল আঁধারে খুঁজে মন, তার চোখের গভীরতা -
ওই স্পর্শ গন্ধে ছিল, কি এমন সম্মোহনের 
কবচ, জীবন হয়ে যেতে চায় যেন 
আপন - ভোলা, ভুলে যেতে 
বাধ্য সব কিছু, নিজস্ব 
ছায়া, এমন সময়ে 
মনে হয় 
অপরিচিত, প্রতিবিম্বে ভেসে ওঠে তার অপরূপ 
মায়া, শিরায় শিরায় বহে যায় নিশি -
পুষ্পের আবেশ, এক অদ্ভুত 
ঘোরে হারিয়ে যায় 
দেহ ও প্রাণ !
বসুন্ধরা তখন আকাশগঙ্গার ধরাতল, অম্বরে 
ঝুলে রয় পলাশরঙ্গী স্বপ্নের অরণ্য -
কুসুম, বিন্দু বিন্দু ঝরে যায় 
সারা রাত প্রণয়ের 
মকরন্দ !
ধীর দহনে জ্বলে রয় অঙ্গ প্রত্যঙ্গ, ঝির ঝির - - 
আলোয় তখন অস্তিত্ব হয়ে ওঠে, এক 
কৃষ্ণ সারং ! ধেয়ে যায় বিক্ষিপ্ত 
ভাবে, যমুনার তীর হতে 
গ্রাম শহর পেরিয়ে 
সুদূর ভাবের 
বৃন্দাবনে,
খুঁজে সেই ভুবন ভুলানো গন্ধের মূল প্রবাহের 
ঠিকানা - - 
* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
art by Chew Yian Pin

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন