বুধবার, ৩ এপ্রিল, ২০১৩

গুপ্ত ঠিকানা - -


মাঝে মাঝে সে সন্ধ্যার নিভু নিভু আলোয়,
দেহলির প্রাচীর হতে নিঃশব্দ ভাবে,
নিশিপুশ্পের গন্ধে ভেসে আসে, 
ভরিয়ে যেতে চায় মনের
অন্তঃপুর ! হৃদয় 
তখন 
পুরাকালীন মন্দির, ভাবনার গর্ভগৃহে - - 
জেগে ওঠে সুপ্ত ঋচার আবৃত্তি,
চন্দনের সুবাসে সে লিখে 
যায় অলৌকিক 
কবিতার 
ছন্দ, জীবন হয় উঠে জ্বলন্ত সুরভিত ধূপ 
কাঠি, ধুম্র বলয়ের সাথে খুঁজে তার 
অসীম প্রেমের গুপ্ত ঠিকানা !
* * 
- শান্তনু সান্যাল 

artist Konstantin-korovin

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন