শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৩

খোলা দরজা - -

এই জীবন ঘিরে আছে কত যে ভাঙা গড়ার - 
কাহিনী, যোগ বিয়োগের ইতিবৃত্ত !
বসন্ত ঝড়ের পরিপূরক,
হৃদয়ের পলকা 
ভূমি যেন 
মৌন 
সাক্ষী, তবুও সন্ধ্যার সঙ্গে ভাবনার এলোমেলো 
ভগ্নাবশেষ, ভরে নিতে চায় কিছু যাযাবর 
বুনো গন্ধ, খুলে রাখতে চায় অর্ধ 
স্খলিত মনের সদর দরজা, 
প্রেম নাকি মাঝে 
মাঝে দমকা 
হাওয়া,
যদি ফিরে যায় দ্বার হতে, তাই লিখে রেখেছি 
দোরগোড়ায় উদ্ভাসিত শব্দে, সুরভিত 
কবিতার স্তবক, ভুল বানানের 
মাঝে জীবন খুঁজে তার 
অভিমান ভরা 
সংশোধন,
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by Liu Maoshan 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন