Saturday, 6 April 2013

বহুরূপ দর্শন - -

ওই তীর ডগা নজরে জানি না কি যে ছিল -
লুকানো, সামলাতে না সামলাতে 
গিয়ে দেখি, বক্ষঃস্থলের 
অপর পার গেছে 
সেই তির্যক 
রেখা !
হৃদয় ফলকে এঁকে বেদনার ত্রিকোণ জ্যামিতি, 
তার চাপা হাসির মাঝে কিসের যেন 
মধুর ধ্বনি গুঞ্জরিত, বুঝে 
উঠতে গিয়ে দেখি 
ভুলে গেছি 
নিজস্ব 
ঠিকানা, ফিরে আসি বারে বারে,একই স্থানে !
তার চোখের গভীরে  অসংখ্য জলজ 
বনস্পতির জালিকা, কমল নয়ন 
ধরতে না ধরতে, জীবনে
বহু নিমজ্জনের বিপদ,
সে এক বিচিত্র 
প্রহেলিকা, 
যতই কাছে যাও অতই যায় দূরে অতলে সরে,
আবর্তনের ভিতরে বহু আবর্তনের
পেঁচ,লহরে লহরে রহস্যময় 
ঘাত, গ্রন্থি প্রতি গ্রন্থি 
প্রণয়ের বহুরূপ 
দর্শন - - 
* * 
- শান্তনু সান্যাল 


art by Raymond Doward

No comments:

Post a Comment