Saturday, 11 May 2013

সিক্ত আঁধারে - -

সাঁঝের ঝড়ো বৃষ্টির সাথে দিয়ে গেছে -
কে যেন এক অপ্রত্যাশিত কড়া 
নাড়ার শব্দ, জানালার 
প্রান্তে গা গুটিয়ে 
বসে আছে 
চড়ুই যুগল, ভেজা কাগজফুলের গাছে 
জোনাকিদের গভীর রাতের নৃত্য 
প্রস্তুতি, আলোর মরীচিকায় 
পতঙ্গের পুনরায় 
আত্মদহন,
অলিন্দের সিক্ত হাসনুহানার গন্ধে - - 
ভেসে আসে ধীরে ধীরে, তার 
প্রণয়ী হৃদয়ের স্পন্দন, 
ভরে যায় লমহা 
লমহা প্রাণে 
এক -
অদ্ভুত তরঙ্গ, গাঢ় আঁধারে সে ছুঁয়ে 
যেতে চায় জোর করে সমস্ত 
লুকানো মনের ঊষর 
ভূমি, তার এই 
কৌতুহলে 
লুকিয়ে 
আছে জীবনের কিছু অদেখা স্বপ্ন !
* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
night rain 1

No comments:

Post a Comment