Sunday, 12 May 2013

নেপথ্যের মানুষ - -

অপূর্ণ অভিলাষের মাঝেই ছিল তাকে -
খুঁজে পাওয়ার রহস্যময়ী কুহক, 
এই অসমাপ্ত যাত্রার আছে 
নিজের বিশেষ 
সৌন্দর্য্য,
যদি হাতের কাছে দিগন্ত রেখা নিজেই -
আসে সরে, তাহলে কিসের মজা 
জীবনে ! থেমে রয় অস্থির  
সে যদি আকাশের 
গায়ে প্রাক 
বর্ষার 
রূপে, সন্ধের বুকে  অজ্ঞাত বেদন - - 
লিখে যায় এলোমেলো কবিতা, 
সে ঝরুক নাই বা ঝরুক
ওই বৃষ্টিছায়ার পথে 
প্রত্যাশিত এক 
অদৃশ্য 
তরলতা, ভিজিয়ে রাখে অন্তরতমের 
শুষ্কতা, তার নয়নের গভীরে -
প্রণয়ী বিম্ব, প্রায়ই ডুবে,
ভেসে উঠে অসংকৃৎ
ভাবে, ওই 
ঝঙ্কৃত  
ভাবনার লহরে জীবন খুঁজে সূর্যের -
গোপন পথ, সকালের প্রবেশ 
মার্গ, আঁধারের হাসি -
মুখে সব স্বপ্নের 
পরিধান 
খুলে, সযত্নে হৃদয়ের আলনায় রেখে, 
অজানা পথে হারিয়ে যাওয়া, 
সেই স্বপ্নের গন্ধে আছে 
হয় ত কোথায় 
যেন তার 
ঠিকানা, পুনরায় আয়না দেখতে - - 
ভালো লাগে, আড়ালে বোধ 
হয় সে থাকে আলোর 
রূপে, নিঃশব্দ 
দাঁড়ায়ে !
* * 
- শান্তনু সান্যাল 
monsoon clouds - kolkata 

No comments:

Post a Comment