ছাপা ফুলের চাদরে সে খুঁজে দেহের গন্ধ !
অস্থায়ী ছিল সব কিছু, সকাল ও
সন্ধ্যার মাঝে বহে গেছে
পূর্ব থেকে পশ্চিমে
শুষ্ক জীবন
ধারা,
সূর্য্য যখন ডুব দিল, মাঝির চোখে সুদূরে
ছিল আবছা কিনারা, সে শুধিয়ে
যায় বারে বারে, কতই না
যেন তার বুকে আছে
প্রণয় তরঙ্গ !
ওই
হুলুস্থূল ভাবনার স্রোতে বারংবার জীবন
চায় নিমজ্জন, জানার সত্তেও যে
ওই বিসর্জনের নেই পুনঃ
ভাসনের সুযোগ,
শুধুই
গভীর হতে গভিরতমে ডুবে যাওয়া - - -
নিঃশ্বাস বেঁধে সকালমুখী প্রবেশ -
দ্বারের দিকে ভেসে যাওয়া,
হয় তো অজানা
প্রস্থান
মোড়ে, ভুলবশত, দাঁড়িয়ে রবে নিয়ে হাতে
সে আমার হারানো অস্তিত্বের
একমাত্র ঠিকানা !
- শান্তনু সান্যাল
lilagul lotus
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন