হঠাৎ দেখি, সব কিছু শৃঙ্খলাহীন, অবাক
চোখে চেয়ে আছি তার বিস্ফারিত
চোখ, লজ্জা কি ভয়, ঘৃণা
কি প্রেম, সুন্দর বা
বিভৎস !
কোন আবেগে লিপ্ত ছিল ওই চাহনি, বলা
মুশকিল, কিন্তু সে আনত চোখে
দেখে গেছে অর্ধ উলঙ্গ
দেহ, তার মনের
গভীরে
ফুটে ছিল নীল পদ্মের আবেশিত কুঁড়ি - -
অথবা ফণী মনসার ঝোপ, ওই
বিরোধাভাসে মাঝে দেখি
ক্রমশঃ শুকিয়ে
চলেছে
বিস্তীর্ণ ভাবনার তরঙ্গিত জলাশয়, এক
ফাটল ভরা ধরাতল ভেসে উঠছে
জলাভূমির উপরে, আশে -
পাশের সবুজ ভূমির
নিঃশব্দ লোপ,
যেন
মনে হয়, একই দিনে আকাশের পিপাসা
চুষে নিয়েছে সব কিছু, শিকড়
হতে শীর্ষের কিশলয়
পাতা ! শিরা
হতে
হৃদয়ের পথে শুধুই এক শুন্যতা আর
ফিরে যাওয়া পদধ্বনির নীরব
উপহাস - -
* *
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন