শীর্ষক বিহীন ছিল, সেই বর্ষণমুখর রাতের
কাহিনী, অফুরন্ত ভাবনার প্লাবনে
ভেসে গেছে সব কিছু,
আঁধার ছাড়া
কে বা
ছিল সাক্ষী, ওই মৌন মুহুর্তে জেগে ছিল - -
নিঃশ্বাসের সুরভিত দেবালয় ! দেহ
তখন শুধুই অর্পণের ধূপ
প্রণয় গন্ধের সাথে
গেছে পুড়ে,
তার
আসক্ত ভাবনা তখন বনের এক আরোহী
লতা, লতিয়ে গেছে সমস্ত অস্তিত্ব,
পৃথিবী অনেক দুরে গেছে
হারিয়ে সে মুহুর্তে !
আর আকাশ
যেন
করতলে আকুঁচিত জোনাকির নীল সবুজ
আলো, ভরে গেছে শিরায় শিরায়
অনন্ত আবেশ কণিকা, এক
মধুর প্রলয়ের স্রোতে
ত্রিভুবন গেছে
ডুবে !
তার চোখের আশ্রয়ে ছিল জীবনের শেষ
প্রহর - -
- শান্তনু সান্যাল
art by TONI GROTE
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন