বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৩

অভ্যন্তরীণ অনুপ্রবেশ - -

প্রতিশ্রুতির অনুযায়ী নিজেকে গেছি বদলিয়ে, -
ছিলাম অতীতে পরিযায়ী পাখি, চির 
উড়ন্ত ভাবনার সাথে ঘুরেছি 
উন্মুক্ত গগনে, তার 
প্রণয়ী চোখের 
মুগ্ধতা 
করেছে অজান্তে বন্দী, এখন ভুলে চলেছি ক্রমশঃ 
শুন্যধাবন জাদু ! মাঝে মাঝে বিলুপ্ত ডানা 
গজিয়ে উঠতে চায় কিন্তু, তার 
আসক্তির বশীকরণে 
আছে অদৃশ্য 
এক টান,
ফিরে আসে জীবন বারংবার অলিন্দ সীমানা - - 
ছুঁয়ে, আস্তে আস্তে যেন আরণ্যক ভাব 
হ্রাসের দিকে, পিঞ্জরে নীড়ের 
ছায়া তীব্র ঘনিয়ে
উঠতে চায়, 
এখন 
অস্তিত্ব তার অধীনে, অন্তিম বিচার শুধুই তার 
বুকে, আমার হৃদয়ে কেবল যাবজ্জীবন
কারাবাসের স্বীকারোক্তি - - 
* * 
- শান্তনু সান্যাল 
Sparrow-Watercolor-Painting

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন