শুক্রবার, ২৪ মে, ২০১৩

অন্তর্মের সৌন্দর্য্য - -

অন্তর্মের সৌন্দর্য্য চায় মনের উজ্জ্বলতা,
নির্মল প্রতিফলন, যেখানে নিজস্ব 
বলে কিছুই নাই, সব কিছু 
আলোকভেদ্য  
চির 
সুন্দরতা, বাহ্য আকর্ষণ এক ক্ষণস্থায়ী
অনুবন্ধ, মৌসুমের সাথে যায় 
রং বদলিয়ে, হৃদয়ের 
গভীরে অসীম 
ভাবনার 
পুষ্প 
ফুটে রয় দিবা নিশি নিয়ে বুকে অনন্ত 
ব্যাপী গন্ধের স্রোত, ওই আনন্দ 
ধারায় জীবন খুঁজে তার 
ভালবাসা যে 
অদৃশ্য 
হয়ে সদৈব জাগরিত অস্তিত্বের গহিন 
জগতে - - 
* * 
- শান্তনু সান্যাল 

Pink-iris by ULRIKE RICKY MARTIN.jpg
http://sanyalsplanet.blogspot.com/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন