রবিবার, ২৬ মে, ২০১৩

অদৃশ্য পিপাসা - -

কেন এমন হয়, প্রায়ই ভাবে মন, যত ক্ষণ 
সে কাছে এক শব্দহীনতা রয় মাঝে, 
কিছুই বলতে পারে না হৃদয়,
অথচ অনেক কিছু 
বলতে চায় 
জীবন, 
যখন সে যায় সন্ধ্যার পথে আঁধারের দেশে,
খুঁজে মন তাকে নিদারুণ ভাবে, ওই 
দুরুত্বের ভিতরে জেগে রয় 
অসংখ্য অভিলাষ,
পুনরায় 
স্বপ্নের মৃগতৃষ্ণা, পুনশ্চ অদৃশ্য পিপাসার - -
জন্ম, আবার এক দীর্ঘ অপেক্ষার 
রাত্রি, চাঁদ, আকাশ, মেঘ,
বর্ষা, রজনীগন্ধার 
সাথে মৌন 
সংলাপ,
দেহ তখন নিবন্ত আগ্নেয়গিরি, পড়ে রয় - - 
ভাবনার সাগর কুলে, হরিত দ্বীপের 
কামনা নিয়ে বুকে, করে 
যায় অভিয়াচন 
শ্রাবণের 
দ্বারে, একটানা বৃষ্টির জন্য জীবন তখন 
অস্থির, কিন্তু যাযাবর মেঘের দল 
থামে না, উড়ে যায় দিগন্ত -
রেখা ছুঁয়ে বহু দূর, 
এক শুন্যতা 
ঘিরে 
থাকে শেষ প্রহরে সারা শরীর জুড়ে, এক - - 
বিচিত্র কুয়াশার পরিবেশ তখন 
চার দিকে, অনাবৃত প্রতি -
বিম্বের মুখোমুখি 
তখন 
সকাল, হারানো সন্ধ্যা তখন শুধুই স্মৃতি !
* * 
- শান্তনু সান্যাল 
artist Philip Gray, - 2

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন