নয়নের আলোয় শুধুই দেখি তার বহির্গামী
সৌন্দর্য, আশেপাশের জগৎ সঘন
তিমিরে নিলীন ! তার ওই
সম্মোহনে আছে
এক
অদ্ভুত মন্ত্রমুগ্ধতার আহ্বান, জীবন যায় - -
প্রতিপদে হারায়ে, তার প্রতিফলনে
লুকিয়ে রয় অন্তরতমের
অনাবিলতা !
হৃদয়
যায় উদ্ভাসিত ক্ষণে ক্ষণে, ওই অবিনশ্বর - -
অনুরাগে ভেসে রয় অলৌকিক
মধুরতা, ভুলে যাই
ক্রমশঃ সব
কিছু,
সরে যায় ধীরে ধীরে মায়ার তটভূমি, ওই
মধ্য স্রোতে ডুবতে চায় হৃদয়
বারে বারে - -
* *
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন