বাস্তবিকতার দোহাই আর ভালো লাগে না,
ওই প্লাস্টার খসা দেয়াল, ভাঙা
সিড়ির ধাপ, উনুনের
উঠন্ত ধোঁয়া,
সদর
দরজায় দাঁড়ানো আইবুড়ো প্রত্যাশার পথ
চাওয়া, মান্ধাতা আমলের ওই
মেঝের উপরে আদর্শ
নৈতিকতার
শ্যাওলা,
যত সব মুখোশের ভিতরে ভণ্ডামি, জীবন
চায় উন্মুক্ত উড়ান, স্বপ্ন কে দৌড়িয়ে
আস্ত ধরা, প্রজাপতির ডানায়
কবিতার শীর্ষ বিন্দুর
সন্ধান, আকাশ
মুখী ওই
উড়ন্ত হাইওয়ের সাথে সুদুর দিগন্তে উড়ে -
যাওয়া, জোর করে জীবনে এক
পরিবর্তন আনা, যেখানে
অবসাদ, পরাজয়
অর্থহীন !
তোমার ওই বাসী, ফ্যাকাশে হাসির মাঝে
কিছু ফুলের গন্ধ ভরা, বলুক তারা
যা ইচ্ছে, আমি আর হতে
চাই না রাস্তার দেয়াল
জুড়ে লেখা
ওই -
মিথ্যে শ্লোগান, হৃদয় চায় পরিপূর্ণ প্রস্ফুটন !
* *
- শান্তনু সান্যাল
artist- Suren Nersisyan
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন