আজ সন্ধ্যার এক পশলা বৃষ্টির সাথে সে
রেখে গেছে মনের দোরগোড়ায়
এক সুন্দর রেশ, অজানা
রেশমী স্পর্শ !
কিছু
নিশিপালনের জন্য খোলা চোখের স্বপ্ন,
ওই জলো অনুভূতির আছে -
নিজস্ব আকর্ষণ ধরে
রয় হৃদয় জুড়ে
অবচেতন
ভাব,
তার প্রেমের প্রহেলিকার গ্রন্থী খুলতে -
গিয়ে দেখি সব কিছু এলোমেলো,
বিভ্রান্তিকর ব্রততী জড়িয়ে
চলেছে দেহ ও প্রাণে,
আকাশ তখন
পৃথিবীর
বুকে বিলিয়ে শেষ মেঘের বিগলন হতে
চায় দায় মুক্ত, হৃদয়ের মাঝে এখন
অবাঞ্ছিত আবেগ ধারা বহে
যায় অগ্নি প্রবাহ
রূপে !
সারা রাত জীবনের মরু প্রান্তর জ্বলে
নিবে, জোনাকির নিঃশব্দ
ডানার তলে - -
* *
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন