অনেক দিনের জমানো মেঘ যেন ঝরে যেতে
http://sanyalsplanet.blogspot.com/
Le Tramway a Lille
চায় অবিরাম লয়ে, শতবর্ষের তৃষা
নিয়ে উন্মুক্ত বুকে চেয়ে
আছে দগ্ধ পৃথিবী !
আকাশের
দিকে,
তার প্রেমের গহ্বরে লুকিয়ে আছে জানি না -
কত যে গোপন অগ্নি পথ, কত যে
প্রসুপ্ত আগ্নেয় গিরি ! ওই
ভূমিগত এঁদোগলির
নির্গত দ্বারের
ঠিকানা
কেউ জানে না, শুধুই এক অনুমান, সঘন
তিমিরে, জীবন খুঁজে জুড়ান বিন্দু,
দেহ ও প্রাণের বাহির সে
এক শাশ্বত প্রণয়ের
শীর্ষ স্থান !
* *
- শান্তনু সান্যাল
Le Tramway a Lille
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন