রাত্রি আসে যায় নিজের লয়ে, ওই নিঃশ্বাসের
ওঠানামার মাঝে জীবন তরণী ভেসে
যায় স্বপ্নীল উজানের প্রবাহে !
সুদুর অন্ধকারে সে
এক ভাসন্ত
নীল আলোর দ্বীপ, অথবা তোমার প্রেমের -
অবুঝ কিছু আশার প্রদীপ, জ্বলে রয়
সারা রাত নিয়ে বুকে ভোরের
মিলন বিন্দু, তীরের
জোনাকিরা
কথা কয় মৌন ভাষায়, শান্ত নদীর তরঙ - -
চেয়ে রয় নির্বাক, উড়ন্ত আলোকিত
ডানার মায়া, তোমার স্পন্দনে
জেগে থাকে আমার
কবিতার
কিছু জীবন্ত বর্ণমালা, কিছু এলোমেলো চন্দ্র
বিন্দু, কিছু আবছা বিসর্গ ! তুমি
খুঁজে চলেছ আমার দেহ ও
প্রাণে ক্রমশঃ নোঙ্গর
স্থান, আমি
তখন
সরে যাওয়া তীর ভূমি দৌড়িয়ে ছুঁতে চাই - -
তোমার অস্থির তরী !
* *
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন