সে এক তৃষ্ণা কি স্পৃহা, কিছুও হতে পারে !
দোহন কি দহন শুধুই শব্দের বাঁক,
তার নয়নের বাসনা সংজ্ঞার
বাহিরে, লিখে যায় প্রতি
মুহুর্তে নব নতুন
কবিতা !
জানালার ওই পারে চির গুজবের জমাট, -
মেঘ নিয়ে তর্কাতর্কি, আকাশ যেন
বেপরোয়া যখন ইচ্ছে তখন
যাবে ভিজিয়ে, পৃথিবীর
বিলাপ সে শুনে
কোথায় !
সে প্রেম কি রিরংসা বলা মুশকিল শুধুই
চোখের দর্শন, যে যার মতে টেনে
যায় নিম্নরেখা, কখন শ্যাম
কখন রঙ্গীন, নিসর্গ -
নিজের কাজ
করে যায়
সহজ অনবরত ভাবে, শিরোনামে কি - -
বা আসে যায়, পরস্পর চোখের
মাঝের অদৃশ্য বক্ররেখা,
সরাসরি বিদ্ধ করে
অন্তর,
জীবন যায় বদলিয়ে অপ্রত্যাশিত রূপে !
* *
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন