জীবনের ওই সাদা কালো অ্যালবামের মাঝেও
hot horizon - unknown source
হৃদয় খুঁজে, রঙ্গীন আকাশের ছায়া, এক
সজল সন্ধ্যা ! কবিতার গন্ধে
ভরা, এক সান্নিধ্য
স্বপ্নীল রঙ্গে
আঁকা !
তার নীরব চোখের ভাষায় আছে কত সুপ্ত -
সাধের অভিলাষা, তাই দিনান্তে, মন
চায় নিশি পুষ্পের অনুরূপ
ক্লান্ত অস্তিত্ব কে
ঢালা,
তার মৌন চাহিদার সূচী খুবই সংক্ষিপ্ত, এক
মধুর হাসির মাঝে যেন রয়েছে গুটিয়ে
তারক ভরা আকাশের বিস্তীর্ণ
শামিয়ানা !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/hot horizon - unknown source
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন