Wednesday, 19 June 2013

নীরব চোখের স্বীকৃতি - -

ওই উন্মাদনের আছে এক অপরূপ সৌন্দর্য্য - -
যেখানে কল্পনা ও বাস্তবের মাঝে থাকে 
না কোনো ভেদাভেদ ! ভাবনারা 
বহে যায় অজানা স্রোতে 
অনায়াস, সুদুর 
প্রান্তরে, 
ঝরে যেন থেমে থেমে বৃষ্টি তার চোখের পরশে 
লুকিয়ে রয়, চন্দন অরণ্যের ছায়া সঘন,
জীবনের তৃষ্ণা যায় ক্ষণে ক্ষণে 
বেড়ে, সুপ্ত ঊষর ভূমির 
বুকে জাগে কিছু 
হরিত 
স্বপ্নের চারা, এক অদ্ভুত অনুভূতির মাঝে - - 
জীবন খুঁজে তার ভালবাসার উত্স, 
তাকে পরিপূর্ণ ভাবে হৃদয়ে 
আত্মভূত করার 
মাধ্যম,
কিছু অপ্রকাশিত কবিতা চায় যেন তার অধর 
ছুঁতে সহসা, সে তখন গুরুগম্ভীর মানুষ 
চেয়ে রয় নিয়ে চোখে এক 
সম্পাদকীয় দৃষ্টি !
আর মনের 
অবস্থা 
তখন কাচিক পথের যাত্রী, আশঙ্কিত বুকে - - 
দাঁড়িয়ে রয় তার সম্মুখে নিয়ে হাতে 
কিছু অর্ধ মুকুলিত রজনীগন্ধার 
গুচ্ছ, কম্পিত স্পন্দনের 
সাথে, বুঝতে 
আগ্রহী 
তার নীরব চোখের স্বীকৃতি, যেন এক অগ্নি 
পরীক্ষার মুখোমুখি !
* * 
- শান্তনু সান্যাল 

No comments:

Post a Comment