মঙ্গলবার, ১৮ জুন, ২০১৩

কল্পনার অতিক্রম !

নদী ও সাগরের মাঝে শর্ত বলতে কিছু হয় কি, 
প্রায়ই ভাবে মন একান্তে ! ওই মিলন 
বিন্দুর তীরে হয় ত হারিয়ে 
এসেছি হৃদয়ের 
গাঁজন, 
নিঃশ্বাসের লেখচিত্র, বহুমূল্য অনুভূতি, তার -
পরিপূর্ণ নিমজ্জনের জন্য হয় ত ছিল 
আমার চোখে মৌন আমন্ত্রণ !
অথবা এক নৈসর্গিক 
টানে সে গেছে 
মিশে -
গভীর অন্তরতমে, বুকের তরঙ্গে সম্পূর্ণ বিলীন,
দেহের সংজ্ঞা তখন জীববিজ্ঞানের বাইরে, 
দুই প্রাণের একীকরণ হয় ত গেছে 
ডিঙিয়ে সামাজিক সমস্ত 
লক্ষণরেখা কিংবা 
পৃথিবী ও 
আকাশের মাঝে প্রকৃত দিগন্তের জীবন্ত হয়ে 
ওঠা, চোখের তীরে বিন্দু বিন্দু 
পরিতোষের জল ফোঁটা !
অধর হতে সিক্ত 
মধুর গন্ধ 
ঝরা,
বলা মুশকিল ওই মুহুর্তে জীবনের পরিপূর্ণতা,
হয় ত ছিল কল্পনার অতিক্রম !
* * 
- শান্তনু সান্যাল 
midnight-blue art by victoria-chattopadhyay

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন