Sunday, 30 June 2013

কিছু অস্পষ্ট প্রতিফলন - -

কিছু অস্পষ্ট প্রতিফলন প্রায়ই দেখি তার 
ভাবনার আলো ছায়ার মাঝে !
মনে হয় সে যেন কোথায় 
ভালবাসে আমায়, 
কিংবা 
মরীচিকার পিছনে আমি ধেয়ে যাই - - 
অলীক আড়ম্বরের বশীভূত !
নিয়ে শুন্য বুকে অজানা 
ছায়াপথের মায়া, 
অথবা 
সুদূরের কোনো এক মরুদ্যানের সমীরণ 
ভরে যায় দগ্ধ হৃদয়ে কিছু ক্ষণের 
শ্রাবণী আভাস ! অদৃশ্য -
পরশ ছুঁয়ে যায় 
বারংবার 
আমার অভিশাপিত জীবন, নিয়ে চোখে 
নবজন্মের বরদান, রেখে যায় 
নিঃশব্দ ভাবে, শেষ প্রহরে 
কিছু স্বপ্নীল উপহার,
আমার মনের 
দ্বারে - - 
* * 
- শান্তনু সান্যাল  

No comments:

Post a Comment